New Opera Mini 5 Download Used And Reviewed

মোবাইল দিয়ে যারা নেট ব্যবহার করেন, তাদের কাছে অপেরা মিনি একটি অতি পরিচিত নাম ! স্পীড এবং সহজ ব্যবহার সাথে কম খরচের জন্য সারা বিশ্ব ব্যপী মোবাইল নেট ব্যবহারকারীদের কাছে অপেরা মিনি একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রয়োজনীয় সফটওয়ার
এখন আমরা সবাই অপেরা মিনি ব্যবহার করছি, অপেরা মিনির শুরু থেকে পর্যন্ত বেশ পরিবর্তন দেখা গেলেও ইন্টারফেস অনেকটা আগের মতই ছিল, আর, যেটা ছিলনা তা হচ্ছে, ট্যাবড ব্রাউজিং(এক সাথে একাধিক ওয়েব সাইট ব্রাউজের সুবিধা)
সম্প্রতি অপেরা মিনির নতুন ভার্সনের বেটা সফটওয়ার রিলিজ পেয়েছে।
অপেরা মিনি বিটা!!!!
এতে ইন্টারফেস আগের গুলো থেকে অনেক পরিবর্তন আনা হয়েছে, আর যোগ হয়েছে নতুন নানা সুবিধা, যার ভিতর ট্যাবড ব্রাউজিং আর পাসওয়ার্ড ম্যানেজার অন্যতম!!
অপেরা মিনি রিভিউ:  
ডাউনলোডের লিংক  Opera Mini 5 beta
অপেরা মিনি বিটা কে অন্য আগের ভার্সন গুলো থেকে অনেক আলাদা ভাবে তৈরি করা হয়েছে, এবং অনেক প্রয়োজনীয় সব সুবিধা যোগ করা হয়েছে, যা আগের কোন ভার্সনেই ছিল না কিন্তু ব্রাউজিং এর জন্য খুবই দরকারী
ইতিমধ্যে আমাদের অনেকেই অপেরা মিনি বিটা ব্যবহার করছেন, অনেকের ভালো লেগেছে, অনেকের আবার ভালো লাগেনি (এই ভালো না লাগার কারন পরিষ্কার-কেননা তারা এর সকল সুবিধা সম্বন্ধে হয়তো জানেননা, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে, অপেরা মিনি নামানোর পরও . ব্যবহার করতাম, কেননা সকল সুবিধার কথা ঠিকমতো না জানার কারনে, সে জন্যই সকলের সাথে নতুন ফিচারের সুবিধার কথা ভাগাভাগি করে নিচ্ছি!!)
পুরানো অপরিবর্তিত সুবিধাঃ
বুকমার্ক যদিও এখন বুকমার্কে নিজের ইচ্ছেমতো ফোল্ডার সুবিধা যোগ করা হয়েছে
স্পীডডায়ালআগেও ছিল, কিন্তু এখন গ্রাফিকাল ইন্টারফেসটা অনেক উন্নত করা হয়েছে, আগে বুকমার্ক সেট করার সময় স্পীডডায়াল সেট করতে হতো, এখন স্পীড ডায়ালের উপরে গিয়ে বাটন চাপলেই এডিটের সুবিধা পাওয়া যাবে, আর সেখানে লিখে বা হিস্ট্ররি থেকে স্পীডডায়াল সেট করা সম্ভব।
ছবি অন/অফআগের মতই (রয়েছে ধরনের ছবি ব্যবহারের সুবিধা)
পেজ সেভিংএকইরকম

নতুন ফিচার এবং ব্যবহারের উপায়ঃ
মালিট্যাবঃ
যারা অনেক নেট ব্রাউজ করেন তাদের জন্য মাল্টিট্যাব একটি অতি প্রয়োজনীয় ব্যপার, যা আগের কোন অপেরা মিনিতে ছিলনা, কিন্তু এখন এই অপেরা মিনিতে সেই সুবিধা যোগ করা হয়েছে
যেভাবে ব্যবহার করবেনঃ
ধরুন আপনি নতুন একটি ট্যাব যোগ করবেন, তাহলে * চেপে উপরের অ্যারো চাপুন (যোগ হয়ে যাবে নতুন ট্যাব)
ট্যাব পরিবর্তনের জন্য * চেপেবাচাপুন
ট্যাব বন্ধ করার জন্য * চেপে নিচের অ্যারো চাপুন
ধরুন আপনি কোন ব্লগ পড়ছেন, এর মাঝে পেয়ে গেলেন কোন নতুন লিংক, সরাসরি সেই লিংকে যেতে তার উপরে মাউস চিহ্ন নিয়ে চাপুন এবং open in new Tab সিলেক্ট করুন, ব্যাস এক পেজ থেকে সরাসরি আরেকটি ট্যাবে চলে যেতে পারবেন। :
যেকোন লেখা সিলেক্ট করাঃ
পিসিতে আমরা মাউস ড্রাগ করে যেকোনো লেখা সিলেক্ট করতে পারি, এখন এটা মোবাইলেও সম্ভব
লেখা সিলেক্ট করার জন্য চাপুন , তারপর select text নির্বাচন করুন, এখন আপনার ব্রাউজারে একটা কারসার দেখা যাবে, যেখান থেকে সিলেক্ট করতে চান, সেখান থেকে Start দিয়ে লেখা সিলেক্ট করুন, তারপর use দিন, কপি করার জন্য copy দিন
নেটের যেকোন লেখার অংশের উপরে মাউস নিয়ে চাপুন এবং paste দিন, ব্যস, হয়ে গেলো
যেকোন অংশ সিলেক্ট করে সার্চ দেয়াঃ
লেখা সিলেক্ট করার জন্য চাপুন , তারপর select text নির্বাচন করুন, এখন আপনার ব্রাউজারে একটা কারসার দেখা যাবে, যেখান থেকে সিলেক্ট করতে চান, সেখান থেকে Start দিয়ে লেখা সিলেক্ট করুন, তারপর use দিন, সার্চ করার জন্য search দিন
কিভাবে লিখবেনঃ
আগে শুধু মোবাইলের রাইটিং প্যাদ ব্যবহার করেই লেখা যেত, এখন আপনি অপেরার নিজস্ব লেখার টুলস অথবা মোবাইলের রাইটিং টুলস ব্যবহার করে লিখতে পারবেন, কিভাবে পরিবর্তন করবেন?
# চেপে সেটিংস যান → Advanced → Inline Editing
এটা অন থাকলে আপনি অপেরার রাইটিং টুলস পাবেন,
এটা অফ থাকলে আপনি আপনার মোবাইলের রাইটিং টুলস ব্যবহার করতে পারবেন।(এটা ব্যবহার করেই বেশি সুবিধা পাওয়া যায়)
নতুন অপেরার সাহায্যে ব্লগিং করা পরিনত হয়েছে অনেক সহজ ব্যপারে, আশা করি এসকল সুবিধা আপনারাও উপভোগ করবেন
আর একটা ব্যপার, এখনো বিটা পর্যায়ে আছে বলে মাঝে মাঝে কিছু সমস্যা হতে পারে, কিন্তু মেইন ভার্সন চলে আসলে সে সকল সমস্যাও দূর হয়ে যাবে
যারা সম্পূর্ণ কী প্যাড ব্যবহার করেন মোবাইলেঃ তারা উপরে লেখা উপায়ে না চেপে Shift বাটন ব্যবহার করবেন
যারা টাচ প্যাড ব্যবহার করেন মোবাইলেঃ তারা উপরে লেখা উপায়ে না চেপে সেখানে কিছুক্ষন প্রেস করবেন ব্যবহার করবেন

No comments:

Post a Comment